চৌদ্দগ্রাম পৌরসভা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে অভিযান

: শাহরিয়া (স্টাফ রিপোর্টার) কুমিল্লা
প্রকাশ: 7 days ago

33

বৃহস্পতিবার ৮ জানুয়ারি চৌদ্দগ্রাম উপজেলার পৌরসভা এলাকায় অবৈধ স্থাপনা ও যত্রতত্র যানবাহন পার্কিংয়ের কারণে সৃষ্ট যানজট নিরসনে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।

‎অভিযানকালে রাস্তা দখল করে গড়ে ওঠা একাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। একই সঙ্গে মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অবৈধভাবে যাত্রী ওঠানামা করানোর অভিযোগে মদিনা বাস ও যমুনা বাসকে জরিমানা করা হয়।

‎সহকারী কমিশনার (ভূমি) অভিযানের নেতৃত্ব দেন। এ সময় তাকে সহযোগিতা করেন চৌদ্দগ্রাম পৌরসভার চৌকস টিম, চৌদ্দগ্রাম থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশের দুটি দল।

‎প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। পৌরসভা কর্তৃপক্ষ পৌরবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানায়, যত্রতত্র ময়লা ফেলে খাল, ড্রেন ও কালভার্ট বন্ধ না করতে। ফুটপাত দখল না করতে। অবৈধভাবে যানবাহন পার্কিং না করতে। সামগ্রিক শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

‎পৌর কর্তৃপক্ষ আরও জানায়, এই পৌরসভা সবার। সবার সহযোগিতায় একটি পরিচ্ছন্ন ও যানজটমুক্ত চৌদ্দগ্রাম গড়ে তোলা সম্ভব।