
বৃহস্পতিবার ৮ জানুয়ারি চৌদ্দগ্রাম উপজেলার পৌরসভা এলাকায় অবৈধ স্থাপনা ও যত্রতত্র যানবাহন পার্কিংয়ের কারণে সৃষ্ট যানজট নিরসনে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে রাস্তা দখল করে গড়ে ওঠা একাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। একই সঙ্গে মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অবৈধভাবে যাত্রী ওঠানামা করানোর অভিযোগে মদিনা বাস ও যমুনা বাসকে জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) অভিযানের নেতৃত্ব দেন। এ সময় তাকে সহযোগিতা করেন চৌদ্দগ্রাম পৌরসভার চৌকস টিম, চৌদ্দগ্রাম থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশের দুটি দল।
প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। পৌরসভা কর্তৃপক্ষ পৌরবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানায়, যত্রতত্র ময়লা ফেলে খাল, ড্রেন ও কালভার্ট বন্ধ না করতে। ফুটপাত দখল না করতে। অবৈধভাবে যানবাহন পার্কিং না করতে। সামগ্রিক শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
পৌর কর্তৃপক্ষ আরও জানায়, এই পৌরসভা সবার। সবার সহযোগিতায় একটি পরিচ্ছন্ন ও যানজটমুক্ত চৌদ্দগ্রাম গড়ে তোলা সম্ভব।