শিবগঞ্জের তিন ইউনিয়নে রোকেয়া-ছাত্তার ফাউন্ডেশনের কম্বল উপহার ৪০০-এর বেশি অসহায় মানুষের মুখে হাসি

: রাসেল আহম্মেদ (স্টাফ রিপোর্টার) বগুড়া
প্রকাশ: 6 days ago

163

তীব্র শীতের হিমেল হাওয়ায় যখন দরিদ্র ও অসহায় মানুষের জীবন হয়ে ওঠে আরও কষ্টকর, ঠিক তখনই মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো রোকেয়া-ছাত্তার ফাউন্ডেশন। বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহাট্ট ইউনিয়ন, কিচক ইউনিয়ন ও শিবগঞ্জ পৌরসভা এলাকায় চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে সংগঠনটি।

শুক্রবার (৮ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টায় পৃথক ৩টি স্থানে আয়োজিত এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে অসহায় মানুষদের হাতে তুলে দেওয়া হয় উষ্ণ কম্বল। কনকনে শীতে কম্বল পেয়ে উপকারভোগীদের মুখে ফুটে ওঠে স্বস্তি, কৃতজ্ঞতা আর একফোঁটা উষ্ণ ভালোবাসার হাসি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মরহুমা দেশমাতা বেগম খালেদা জিয়ার সাবেক অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবাল। তবে ব্যক্তিগত জরুরি কারণে তিনি উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেন এবং কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন।
তার পক্ষ থেকে অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করেন
ডা. আশিক মাহমুদ ইকবাল (স্বাধীন) সিনিয়র সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপি ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, বগুড়া জেলা বিএনপি, সাবেক ছাত্রনেতা। এসময় আরও উপস্থিত ছিলেন: এবিএম শাহিনুর ইসলাম সাজু সাংগঠনিক সম্পাদক, বিহার ইউনিয়ন বিএনপি, বুলবুল ইসলাম সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, বগুড়া জেলা ছাত্রদল, মোঃ আব্দুর বাছেদ মাঝিহাট্ট ইউনিয়ন বিএনপি নেতা, আবু বক্কর সিদ্দিক তারেক সাবেক সাধারণ সম্পাদক, শিবগঞ্জ সদর ইউনিয়ন যুবদল, হাদিউল ইসলাম জিকো সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রদল, হাবিবুল্লাহ মেজবাহ সৈকত সাবেক যুগ্ম আহ্বায়ক, শিবগঞ্জ পৌর যুবদল, মামুন আলমগীর কিচক ইউনিয়ন বিএনপি নেতা, সরকার নূরনবী উপজেলা ছাত্রদল নেতা, মন্তেজার রহমান মিঠু, শাকিল মিয়া আহ্বায়ক, উপজেলা সমবায় দলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা। শীতবস্ত্র বিতরণ শেষে আয়োজকরা জানান, মানবতার ডাকে সাড়া দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। শীতের রাতে উষ্ণতার এই ছোঁয়া নিঃসন্দেহে শিবগঞ্জবাসীর হৃদয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।