
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শিবেরবাজার বিওপি এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আজ ভোরে কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বদরপুর এলাকায় একটি অটোরিক্সা পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। অটোরিক্সাটি তল্লাশি করে বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৮ লাখ ৬০ হাজার টাকা। তবে অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা শাড়িসহ অটোরিক্সাটি ফেলে পালিয়ে যায়।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান একটি বড় সমস্যা। এটি প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
জব্দ করা অটোরিক্সা ও শাড়ি বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।