পটুয়াখালীর ৮ উপজেলাকে পেছনে ফেলে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: বিভাগীয় পর্যায়ের লড়াইয়ে দুমকির শান্ত

: জুয়েল রানা ( পটুয়াখালী) জেলা প্রতিনিধি
প্রকাশ: 2 days ago

66

‎জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত জেলা পর্যায়ের নির্ধারিত রচনা প্রতিযোগিতায় পটুয়াখালী জেলার ৮টি উপজেলাকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছেন মেধাবী শিক্ষার্থী মোঃ আমিনুল ইসলাম শান্ত। পটুয়াখালীর দুমকি উপজেলার ঐতিহ্যবাহী আজিজ আহমেদ ডিগ্রী কলেজের এই কৃতি শিক্ষার্থীর অর্জনে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের এই মুকুট জয়ের মাধ্যমে শান্ত এখন বরিশাল বিভাগীয় পর্যায়ে অংশ নেওয়ার গৌরবময় সুযোগ লাভ করেছেন।
‎​মুরাদিয়া এলাকার বাসিন্দা ও মোঃ নুরুল ইসলামের সুযোগ্য পুত্র আমিনুল ইসলাম শান্তর এই সাফল্যে আনন্দিত তাঁর পরিবার ও এলাকাবাসী। ছেলের এমন গৌরবে আবেগাপ্লুত হয়ে তাঁর বাবা মোঃ নুরুল ইসলাম বলেন,
‎​”আমার ছেলে সব সময় পড়াশোনা ও লেখালেখিতে মনোযোগী ছিল। আজ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়ে সে আমাদের মুখ উজ্জ্বল করেছে। আমি চাই সে বিভাগীয় পর্যায়েও ভালো করুক এবং ভবিষ্যতে দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখুক। আপনাদের সবার দোয়া আমাদের জন্য বড় প্রাপ্তি।”
‎​শান্তর এই কৃতিত্বে আজিজ আহমেদ ডিগ্রী কলেজ পরিবারে বইছে খুশির জোয়ার। কলেজের শিক্ষক ও সহপাঠীরা মনে করেন, তাঁর এই সৃজনশীল মেধা কেবল কলেজ নয়, বরং পুরো দুমকি উপজেলার সুনামকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। বিভাগীয় প্রতিযোগিতায় পটুয়াখালী জেলার প্রতিনিধিত্ব করতে শান্ত এখন জোর প্রস্তুতি নিচ্ছেন। তাঁর এই অগ্রযাত্রা আগামী দিনে অন্যান্য শিক্ষার্থীদের জন্য এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।