কুমিল্লায় নেশার টাকার বিরোধে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেফতার

: শাহরিয়া (স্টাফ রিপোর্টার) কুমিল্লা
প্রকাশ: 1 day ago

39

কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদক কেনার টাকা না দেওয়াকে কেন্দ্র করে স্ত্রীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, মঙ্গলবার ১৩ জানুয়ারি রাতে র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা এবং র‌্যাব-৭ সিপিসি-৩ চান্দগাঁও যৌথ অভিযান চালায়। অভিযানে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার বউ বাজার এলাকা থেকে মো. দুলাল ৩৮ কে গ্রেফতার করা হয়। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামের বাসিন্দা।

র‌্যাবের তথ্য অনুযায়ী, গত ৭ জানুয়ারি সকাল আনুমানিক ১১টার দিকে নিজ বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে। নেশার টাকা না পেয়ে দুলাল স্ত্রী লিজা আক্তার ২৮ কে মারধর করে। পেশায় রাজমিস্ত্রি দুলাল দীর্ঘদিন ধরে মাদক সেবনে আসক্ত ছিল। সে নিয়মিত স্ত্রী ও শ্বশুরবাড়ির কাছ থেকে জোর করে টাকা আদায় করত। টাকা দিতে অস্বীকৃতি জানালে সে শারীরিক ও মানসিক নির্যাতন চালাত।

ঘটনার দিন টাকা না পাওয়ায় স্বামী স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়া হয়। এক পর্যায়ে সন্তানের সামনেই লিজাকে ঘাড় ও তলপেটসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে দুলাল। নির্যাতনের এক পর্যায়ে সে বাঁশ দিয়ে লিজার গোপনাঙ্গে গুরুতর আঘাত করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্বজন ও স্থানীয়রা লিজাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যার দায় স্বীকার করেছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।