
কুমিল্লার আদর্শ সদর উপজেলার শংকরপুর চৌমুহনী এলাকায় এক ধর্মীয় ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নবজাতক আশেকা রাসূল ইসমাত হোসাইন ইলমার শুভ জন্ম উপলক্ষে আকিকা ও মিলাদ মাহফিল।
১৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার সকাল ১১টায় শংকরপুর চৌমুহনী এলাকায় মোঃ ইকবাল হোসেনের নিজ বাড়িতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিনি সদ্য ভূমিষ্ঠ কন্যা সন্তান ইসমাত হোসাইন ইলমার পিতা। ইলমা তাঁর প্রথম কন্যা সন্তান।
শুভ জন্ম উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আকিকা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পুরো আয়োজনজুড়ে ছিল কোরআন তেলাওয়াত, দরুদ পাঠ এবং মিলাদের মাধ্যমে আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি গভীর ভালোবাসার প্রকাশ। অনুষ্ঠানে মহান আল্লাহর দরবারে শিশুটির সুস্থতা, দীর্ঘ হায়াত, নিরাপদ জীবন এবং নেককার বান্দা হিসেবে গড়ে ওঠার জন্য বিশেষভাবে দোয়া করা হয়।
মিলাদ মাহফিল পরিচালনা করেন দেওয়ানবাগীর দল আশেকে রাসূল উলামা মিশনের সম্মানিত সদস্য ও বাবে মুরশেদ দেয়ানবাগ শরীফ এর সম্মানিত খতিব,বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম আশেকে রাসূল নূর মোহাম্মদ আশিকী সাহেব। তিনি কোরআন ও সুন্নাহভিত্তিক আলোচনা তুলে ধরেন এবং সন্তানকে দ্বীনের আলোয় মানুষ করার গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন। তাঁর আলোচনায় উপস্থিত মুসল্লিদের হৃদয়ে গভীর প্রভাব পড়ে।
তাঁর দোয়ায় নবজাতক ইলমার ভবিষ্যৎ জীবন যেন ঈমান, আদব, তাকওয়া ও মানবিক গুণে আলোকিত হয়, সেই প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত আশেকে রাসূলগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শংকরপুর চৌমুহনীর ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সবাই একসঙ্গে শিশুটির জন্য দোয়া করেন।
বিশেষ মোনাজাতে মহান রাব্বুল আলামিনের নিকট নবজাতক ইলমার উজ্জ্বল ভবিষ্যৎ, নিরাপদ শৈশব এবং আদর্শ মুসলিম হিসেবে বেড়ে ওঠার জন্য আকুল প্রার্থনা জানানো হয়। একই সঙ্গে পরিবার, সমাজ ও দেশ যেন শান্তি ও কল্যাণে ভরে ওঠে, সেই দোয়া করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়। পরিবারবর্গ জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সন্তানের জীবনের শুরুতেই আল্লাহর সন্তুষ্টি কামনা করা এবং ইসলামী আদর্শে তাকে গড়ে তোলার অঙ্গীকার প্রকাশ করা।
পরিবারের পক্ষ থেকে উপস্থিত সবাই দেশবাসীর নিকট নবজাতক ইলমার জন্য আন্তরিক দোয়া কামনা করা হয়েছে।