ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
 জরুরি সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা ইমেইল আবেদন করুনঃ chalonbilersomoy@gmail.com। চলনবিলের সময় এর সাথে থাকার জন্য ধন্যবাদ। 

খাগড়াছড়িতে আগুনে পুড়ে ছাই ১৬ দোকান

খাগড়াছড়ি প্রতিনিধি,পরিবর্তন টিভি
  • আপডেট সময় : ১১:৫৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
চলনবিলের সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ির দীঘিনালায় ১৮ দিনের ব্যবধানে আবারও ২০টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (২৫ মার্চ) রাত দেড়টার দিকে দীঘিনালার বোয়ালখালী বাজারের একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।

জানা গেছে, কাপড়ের দোকান থেকে লাগা আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে স্থানীয়দের পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ও বিজিবি সদস্য ছিলেন।

বোয়ালখালী নতুন বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, আগুনে বাজারের কাপড়ের দোকান, খাবারের দোকানসহ ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, আগুনে ১৬টির মতো ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে।

এর আগে গত ৮ মার্চ রাতে দীঘিনালার বোয়ালখালীর লারমা স্কয়ার বাজারে আগুনে পুড়ে যায় ১২টি দোকান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

খাগড়াছড়িতে আগুনে পুড়ে ছাই ১৬ দোকান

আপডেট সময় : ১১:৫৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

খাগড়াছড়ির দীঘিনালায় ১৮ দিনের ব্যবধানে আবারও ২০টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (২৫ মার্চ) রাত দেড়টার দিকে দীঘিনালার বোয়ালখালী বাজারের একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।

জানা গেছে, কাপড়ের দোকান থেকে লাগা আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে স্থানীয়দের পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ও বিজিবি সদস্য ছিলেন।

বোয়ালখালী নতুন বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, আগুনে বাজারের কাপড়ের দোকান, খাবারের দোকানসহ ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, আগুনে ১৬টির মতো ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে।

এর আগে গত ৮ মার্চ রাতে দীঘিনালার বোয়ালখালীর লারমা স্কয়ার বাজারে আগুনে পুড়ে যায় ১২টি দোকান।