ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
 জরুরি সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা ইমেইল আবেদন করুনঃ chalonbilersomoy@gmail.com। চলনবিলের সময় এর সাথে থাকার জন্য ধন্যবাদ। 

আ.লীগ-বিএনপির ২ ঘণ্টার সংঘর্ষে আহত অর্ধশতাধিক

পরিবর্তন টিভি নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৩:৫৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
চলনবিলের সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগ ও বিএনপির দুপক্ষ। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সংঘর্ষের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত কয়েক বছর ধরে উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামের বিএনপি নেতা আক্তার মিয়া ও আওয়ামী লীগ নেতা শাজাহান মিয়া ওরফে শাজাহান মেম্বারের মধ্যে গ্রাম পঞ্চায়েতের ফিশারি, জমির আয়ের আর্থিক হিসাব ও গ্রামীণ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার (২২ এপ্রিল) শাজাহান মেম্বারের পক্ষের একজনের পারিবারিক একটি ঝগড়াকে থামাতে গেলে শাজাহান মেম্বারের লোকজন আক্তার মিয়ার পক্ষের একজনকে মারধর করে। এই বিষয়টি নিয়ে গত দুদিন যাবত উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে শুক্রবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হন।

আ.লীগ-বিএনপির ২ ঘণ্টার সংঘর্ষে আহত অর্ধশতাধিক 

আহতরা পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হবিগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক আহদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আ.লীগ-বিএনপির ২ ঘণ্টার সংঘর্ষে আহত অর্ধশতাধিক

আপডেট সময় : ০৩:৫৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

হবিগঞ্জের আজমিরীগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগ ও বিএনপির দুপক্ষ। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সংঘর্ষের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত কয়েক বছর ধরে উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামের বিএনপি নেতা আক্তার মিয়া ও আওয়ামী লীগ নেতা শাজাহান মিয়া ওরফে শাজাহান মেম্বারের মধ্যে গ্রাম পঞ্চায়েতের ফিশারি, জমির আয়ের আর্থিক হিসাব ও গ্রামীণ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার (২২ এপ্রিল) শাজাহান মেম্বারের পক্ষের একজনের পারিবারিক একটি ঝগড়াকে থামাতে গেলে শাজাহান মেম্বারের লোকজন আক্তার মিয়ার পক্ষের একজনকে মারধর করে। এই বিষয়টি নিয়ে গত দুদিন যাবত উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে শুক্রবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হন।

আ.লীগ-বিএনপির ২ ঘণ্টার সংঘর্ষে আহত অর্ধশতাধিক 

আহতরা পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হবিগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক আহদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।