ঢাকা ০৫:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
 জরুরি সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা ইমেইল আবেদন করুনঃ chalonbilersomoy@gmail.com। চলনবিলের সময় এর সাথে থাকার জন্য ধন্যবাদ। 

বহিষ্কারের পর সংগঠনের দুই নেতাকে লিজার আলটিমেটাম

পরিবর্তন টিভি নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৫:০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫ ২৬ বার পড়া হয়েছে
চলনবিলের সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) চট্টগ্রাম মহানগর কমিটির সমম্বয়ক ফাতেমা খানম লিজাকে অনিয়ন্ত্রিত জীবনযাপনের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করার জন্য দুই ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন তিনি। এই সময়ের মধ্যে প্রমাণ দিতে না পারলে বৈছাআ চট্টগ্রাম নগরের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন লিজা।

শনিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে লিজা একটি লাইভ ভিডিওতে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজাম উদ্দিন আমার বিরুদ্ধে যে দুটি অ্যালিগেশন দিয়েছে। প্রথমত মাদকসেবনকারী, দ্বিতীয়ত অনিয়ন্ত্রিত জীবন নিয়ে। সম্পূর্ণ বেইসলেজ একটা ইস্যু। আমার কথা একটাই, যদি তারা আগামী দুই ঘণ্টার মধ্যে মাদকের বিষয়ে প্রমাণ করতে না পারে, আমি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।

এর আগে শনিবার (১৭ মে) সংগঠনটির মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজাম উদ্দিনের সই করা আদেশে লিজাকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারাদেশে বলা হয়, ‘সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজার মাদক সেবন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। জুলাই গণ-অভ্যুত্থানের প্রায় ১৪০০ শহীদ ও অর্ধলাখ আহতের ওপর দাঁড়ানো এই প্ল্যাটফর্মের কোনো সদস্যের এমন অনিয়ন্ত্রিত এবং অসামাজিক কার্যকলাপ জনমনে প্রশ্ন তৈরি করেছে। তাই ফাতেমা খানম লিজাকে চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

এ প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য সচিব নিজাম উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজাকে বহিষ্কার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বহিষ্কারের পর সংগঠনের দুই নেতাকে লিজার আলটিমেটাম

আপডেট সময় : ০৫:০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) চট্টগ্রাম মহানগর কমিটির সমম্বয়ক ফাতেমা খানম লিজাকে অনিয়ন্ত্রিত জীবনযাপনের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করার জন্য দুই ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন তিনি। এই সময়ের মধ্যে প্রমাণ দিতে না পারলে বৈছাআ চট্টগ্রাম নগরের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন লিজা।

শনিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে লিজা একটি লাইভ ভিডিওতে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজাম উদ্দিন আমার বিরুদ্ধে যে দুটি অ্যালিগেশন দিয়েছে। প্রথমত মাদকসেবনকারী, দ্বিতীয়ত অনিয়ন্ত্রিত জীবন নিয়ে। সম্পূর্ণ বেইসলেজ একটা ইস্যু। আমার কথা একটাই, যদি তারা আগামী দুই ঘণ্টার মধ্যে মাদকের বিষয়ে প্রমাণ করতে না পারে, আমি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।

এর আগে শনিবার (১৭ মে) সংগঠনটির মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজাম উদ্দিনের সই করা আদেশে লিজাকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারাদেশে বলা হয়, ‘সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজার মাদক সেবন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। জুলাই গণ-অভ্যুত্থানের প্রায় ১৪০০ শহীদ ও অর্ধলাখ আহতের ওপর দাঁড়ানো এই প্ল্যাটফর্মের কোনো সদস্যের এমন অনিয়ন্ত্রিত এবং অসামাজিক কার্যকলাপ জনমনে প্রশ্ন তৈরি করেছে। তাই ফাতেমা খানম লিজাকে চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

এ প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য সচিব নিজাম উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজাকে বহিষ্কার করা হয়েছে।