বিছানায় মায়ের লাশ, বাবাকে খুঁজতে গিয়ে মিলল ঝুলন্ত অবস্থায়

: চলনবিলের সময়
প্রকাশ: 8 months ago

68

নাটোরের লালপুরে তামাক চাষ করতে গিয়ে ঋণের চাপে স্বামী-স্ত্রী আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (০২ জুন) সকালে উপজেলার আড়বাব ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কচুয়া গ্রামের ওজল আলীর ছেলে রইজুল (৪২) ও তার স্ত্রী ফাতেমা (৩৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন এনজিও ও সুদের কারবারিদের থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে তামাক চাষাবাদ করেন রইজুল। কিন্তু শীলা বৃষ্টিতে তামাকের ব্যাপক ক্ষতির ফলে লোকসানের মুখে পড়ে ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা করেছেন বলে ধারণা করেন তারা।

নিহতের ছেলে সম্রাট জানান, তার বাবা-মায়ের সঙ্গে রাতে খাওয়া শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। পরে সকাল ৭টার দিকে মায়ের ঘরে গিয়ে দেখেন তার মা মৃত অবস্থায় বিছানার ওপর পড়ে আছে। এসময় তার আত্মচিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। এসময় সম্রাট তার বাবার খোঁজ করতে গিয়ে বাড়ির পাশে তামাক প্রক্রিয়াজাতকরণ ঘরে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায়।

পরে স্থানীয়রা থানা পুলিশকে বিষয় জানালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে লালপুর থানা পুলিশ।

এ বিষয়ে লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোমিনুজ্জামান কালবেলাকে জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।