চট্টগ্রামে নতুন করে আরও ১২ জনের করোনা শনাক্ত

: চলনবিলের সময়
প্রকাশ: 7 months ago

85

চট্টগ্রামে একদিনে নতুন করে আরও ১২ জনের শরীরে করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। এই নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০ জন। এছাড়া চলতি মাসে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ছয়জন।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন ল্যাবে ২৫১ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন ফটিকছড়ি ও একজন মীরসরাই উপজেলার এবং বাকি ১০ জন চট্টগ্রাম নগরীর বাসিন্দা।

চট্টগ্রামে মোট আক্রান্ত ৯০ জনের মধ্যে ৭৯ জনই নগরীর বাসিন্দা। বাকি ১১ জন বিভিন্ন উপজেলার। এ পর্যন্ত মৃত্যু হওয়া ছয়জনের মধ্যে তিনজন নগরীর এবং তিনজন বিভিন্ন উপজেলার।