বগুড়ায় লাইসেন্সবিহীনভাবে ক্লিনিক পরিচালনার অভিযোগে

: চলনবিলের সময়
প্রকাশ: 7 months ago

63

মঙ্গলবার (২৪জুন) বগুড়ার জমজম ইসলামিয়া ক্লিনিক সিলগালা করে দেওয়া হয়েছে এবং সেখান থেকে ২৩টি মেডিকেল ইকুইপমেন্ট জব্দ করা হয়েছে। অবৈধভাবে এবং লাইসেন্সবিহীনভাবে ক্লিনিক পরিচালনার অভিযোগে সেনাবাহিনী ও সিভিল প্রশাসনের যৌথ অভিযানে এই ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদুল ইসলাম এবং সদর সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট ফাহাদ। এ সময় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম নূর-ই-শাদীও উপস্থিত ছিলেন।

অভিযানকালে দেখা যায়, ক্লিনিকটি দীর্ঘদিন ধরে কোনো রকম বৈধ লাইসেন্স ছাড়াই চলছিল। এছাড়া, সেখানে মারাত্মক অব্যবস্থাপনা এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘনের মতো গুরুতর অনিয়ম ধরা পড়ে।

জমজম ইসলামিয়া ক্লিনিকের মালিক আব্দুল হাকিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেনাবাহিনী ও সিভিল প্রশাসনের এই যৌথ অভিযানকে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছে এবং এই ধরনের পদক্ষেপ স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।