ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
 জরুরি সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা ইমেইল আবেদন করুনঃ chalonbilersomoy@gmail.com। চলনবিলের সময় এর সাথে থাকার জন্য ধন্যবাদ। 

চট্টগ্রামে ৩ হাজার লিটার অকটেনসহ একজন আটক

চট্টগ্রাম জেলা প্রতিনিধি,চলনবিলের সময়
  • আপডেট সময় : ১১:৩২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ১২ বার পড়া হয়েছে
চলনবিলের সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম নগরীর ব্রিজঘাট এলাকা থেকে প্রায় চার লাখ টাকার মূল্যের ৩ হাজার ১৭০ লিটার অকটেনসহ মো. শহিদ (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলে সদরঘাট থানার ব্রিজঘাট সংলগ্ন এলাকায়। সে সময় একটি বোট থেকে অবৈধ অকটেন খালাস করতে দেখা যায়।

কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে কোস্ট গার্ডের সদস্যরা প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ৩ হাজার ১৭০ লিটার অকটেনসহ মো. শহিদকে আটক করতে সক্ষম হন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দ করা অকটেন ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

কোস্ট গার্ড জানায়, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিয়মিত টহল ও অভিযান চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চট্টগ্রামে ৩ হাজার লিটার অকটেনসহ একজন আটক

আপডেট সময় : ১১:৩২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

চট্টগ্রাম নগরীর ব্রিজঘাট এলাকা থেকে প্রায় চার লাখ টাকার মূল্যের ৩ হাজার ১৭০ লিটার অকটেনসহ মো. শহিদ (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলে সদরঘাট থানার ব্রিজঘাট সংলগ্ন এলাকায়। সে সময় একটি বোট থেকে অবৈধ অকটেন খালাস করতে দেখা যায়।

কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে কোস্ট গার্ডের সদস্যরা প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ৩ হাজার ১৭০ লিটার অকটেনসহ মো. শহিদকে আটক করতে সক্ষম হন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দ করা অকটেন ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

কোস্ট গার্ড জানায়, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিয়মিত টহল ও অভিযান চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।