বগুড়ায় ভুয়া ডিবি গ্রেফতার: আসল ডিবির জালে প্রতারক

- আপডেট সময় : ০৫:৫৪:০৭ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ৪২ বার পড়া হয়েছে

বগুড়ায় এক ব্যক্তিকে মামলার তালিকা থেকে নাম কেটে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা নিতে এসে এক ভুয়া ডিবি পুলিশ সদস্য আসল ডিবির হাতে গ্রেফতার হয়েছেন। শনিবার (৫ জুলাই ২০২৫) দুপুরে শহরের সাতমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শাজাহানপুর উপজেলার বাসিন্দা এক ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা চলমান ছিল। এই সুযোগে প্রতারক চক্রের সদস্য নিজেকে ডিবি পুলিশের এসআই পরিচয় দিয়ে ওই ব্যক্তির সাথে যোগাযোগ করে। মামলার তালিকা থেকে তার নাম কেটে দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা দাবি করে।
ভুক্তভোগী বিষয়টি বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কে জানালে তারা ফাঁদ পাতার পরিকল্পনা করে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী, শনিবার দুপুরে ভুয়া ডিবি সদস্য সাতমাথায় টাকা নিতে এলে সাদা পোশাকে থাকা আসল ডিবি পুলিশ সদস্যরা তাকে হাতেনাতে ধরে ফেলে।
গ্রেফতারকৃত ভুয়া ডিবি সদস্যের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
বগুড়া জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের প্রতারক চক্র থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। কোনো অপরিচিত ব্যক্তি যদি ডিবি বা অন্য কোনো আইন প্রয়োগকারী সংস্থার সদস্য পরিচয় দিয়ে আর্থিক সুবিধা চাইতে আসে, তাহলে দ্রুত নিকটস্থ থানায় অথবা ডিবি পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।