ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
 জরুরি সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা ইমেইল আবেদন করুনঃ chalonbilersomoy@gmail.com। চলনবিলের সময় এর সাথে থাকার জন্য ধন্যবাদ। 

শাহজালালে বিমানবন্দরে ৮৯৬ গ্রাম স্বর্ণসহ দুজন আটক

চলনবিলের সময় নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৬:১৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ২২ বার পড়া হয়েছে
চলনবিলের সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৯৬ গ্রাম স্বর্ণালংকারসহ মো. হাছান (৩৯) ও মো. শাহাজান (৪৯) নামে দুজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে বিমানবন্দরের আগমনী ১নং ক্যানোপি এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

এপিবিএন জানিয়েছে, এই দুজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের এপিবিএন আটক করে। পরে তাদের এপিবিএন অফিসে নিয়ে এসে তল্লাশি করলে হাছানের গায়ে থাকা পাঞ্জাবির পকেট থেকে ৫০২ গ্রাম ও শাহাজানের পাঞ্জাবির পকেট থেকে ৩৯৪ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। দুইজনের কাছে থেকে উদ্ধার ৮৯৬ গ্রাম ওজনের স্বর্ণালংকার জব্দ করা হয়। যেগুলোর বাজারমূল্য ১ কোটি ৭ লক্ষ ৪ হাজার ৩০০ টাকা। স্বর্ণালংকারগুলোর মান ২১ ও ২২ ক্যারেট।

আটক হাছান ও শাহাজান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, উদ্ধার স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়। তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছে।

আটক দুজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একটি নিয়মিত মামলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, আমরা নিয়মিতভাবে বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে কাজ করে আসছি। সাম্প্রতিক সময়ে স্বর্ণ চোরাচালানের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিমানবন্দর ব্যবহার করে যে কোনো চোরাচালান রোধে আমরা বদ্ধপরিকর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শাহজালালে বিমানবন্দরে ৮৯৬ গ্রাম স্বর্ণসহ দুজন আটক

আপডেট সময় : ০৬:১৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৯৬ গ্রাম স্বর্ণালংকারসহ মো. হাছান (৩৯) ও মো. শাহাজান (৪৯) নামে দুজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে বিমানবন্দরের আগমনী ১নং ক্যানোপি এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

এপিবিএন জানিয়েছে, এই দুজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের এপিবিএন আটক করে। পরে তাদের এপিবিএন অফিসে নিয়ে এসে তল্লাশি করলে হাছানের গায়ে থাকা পাঞ্জাবির পকেট থেকে ৫০২ গ্রাম ও শাহাজানের পাঞ্জাবির পকেট থেকে ৩৯৪ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। দুইজনের কাছে থেকে উদ্ধার ৮৯৬ গ্রাম ওজনের স্বর্ণালংকার জব্দ করা হয়। যেগুলোর বাজারমূল্য ১ কোটি ৭ লক্ষ ৪ হাজার ৩০০ টাকা। স্বর্ণালংকারগুলোর মান ২১ ও ২২ ক্যারেট।

আটক হাছান ও শাহাজান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, উদ্ধার স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়। তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছে।

আটক দুজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একটি নিয়মিত মামলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, আমরা নিয়মিতভাবে বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে কাজ করে আসছি। সাম্প্রতিক সময়ে স্বর্ণ চোরাচালানের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিমানবন্দর ব্যবহার করে যে কোনো চোরাচালান রোধে আমরা বদ্ধপরিকর।