জামুরহাট ডা. ফিরোজ মাহমুদ ইকবালেরউঠান বৈঠক

- আপডেট সময় : ০৯:০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫ ৫২ বার পড়া হয়েছে

শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের জামুরহাট এলাকায় অনুষ্ঠিত এক প্রাণবন্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিশিষ্ট চিকিৎসক ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাবেক অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবাল।
স্থানীয় নারী-পুরুষ, মা-বোনদের সঙ্গে আন্তরিক আলাপচারিতায় অংশ নিয়ে তিনি শুধু গণমানুষের হৃদয় জয়ই করেননি, বরং তাঁদের জীবনের বাস্তব সংকট, অভাব-অভিযোগ এবং স্বপ্নের কথা মনোযোগ সহকারে শোনেন। গণসংযোগের এই ব্যতিক্রমী আয়োজনটিতে ডা. ইকবাল জাতীয়তাবাদী চিন্তাধারার গুরুত্ব ও বিএনপির ৩১ দফা কর্মসূচির মূল দিকগুলো তুলে ধরেন।
উক্ত উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন—এম এ মান্নান, সভাপতি, বগুড়া জেলা জাতীয়তাবাদী সমবায় দল। ডা. আশিক মাহমুদ ইকবাল (স্বাধীন), সিনিয়র সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপি। জনাব মতিয়ার রহমান মতিন, সাবেক সফল মেয়র ও সাবেক সাধারণ সম্পাদক, শিবগঞ্জ উপজেলা বিএনপি। এবিএম শাহিনুর ইসলাম সাজু, সাংগঠনিক সম্পাদক, বিহার ইউনিয়ন বিএনপি। আলমগীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক, বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপি।প্রভাষক মো. বাবলু।
এছাড়াও ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মো. হাদিউল ইসলাম জিকো, মো. জাকারিয়া ইসলাম বিপ্লব, হাবিবুল্লাহ মেজবাহ সৈকত, হাসিন আরমান মাহিন, শাকিল মিয়া, মন্তেজার রহমান মিঠু, মো. আবু জাফর প্রমুখ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে ছিলেন মো. সাজু মিয়া, মো. রফিকুল ইসলাম, হিরা, মো. মতি, মো. আব্দুল বাছেদ, মো. আলবক্স চৌধুরী, মো. রনি হাসান, মো. রনি ইসলাম ও মো. হাসান।
বক্তব্যে নেতারা দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা, মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সরকারের দমনমূলক নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান। পাশাপাশি তাঁরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের উঠান বৈঠক তাদের আশা-আকাঙ্ক্ষার কথা জানানোর একটি বড় সুযোগ, যা গণতন্ত্রকে তৃণমূল পর্যন্ত পৌঁছে দেয়।
ডা. ফিরোজ মাহমুদ ইকবালের এই মানবিক সংলাপ এবং আন্তরিক উপস্থিতি জামুরহাটের প্রতিটি মানুষের হৃদয়ে গভীর ছাপ ফেলে গেছে।