ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
 জরুরি সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা ইমেইল আবেদন করুনঃ chalonbilersomoy@gmail.com। চলনবিলের সময় এর সাথে থাকার জন্য ধন্যবাদ। 

কুকুরের কামড়ে শিশুসহ আহত ৮

অনলাইন নিউজ ডেস্ক,পরিবর্তন টিভি
  • আপডেট সময় : ১১:১৯:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ ৮২ বার পড়া হয়েছে
চলনবিলের সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার চৌদ্দগ্রামে কুকুরের কামড়ে শিশুসহ কমপক্ষে আটজন আহত হয়েছেন।

শনিবার (৪ জানুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত পৌর এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি বিভাগে দায়িত্বপ্রাপ্ত মো. আবুল হাশেম।

আহতরা হলেন, চৌদ্দগ্রাম পৌর এলাকার ১৪ মাস বয়সের ইফরান, তানজিনা আক্তার (৫), শাকিল (৫), সারওয়ার (৯), মিনহাজ (১০), আইরিন (৩), সাইফুল ইসলাম (৫৮) ও শামীম (১৯)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে নাটাপাড় গ্রামে একটি কুকুর এক ব্যক্তির পায়ে কামড় দেয়। এরপর স্থানীয়রা কুকুরটিকে মারতে ধাওয়া করলে কুকুরটি বেপরোয়া হয়ে ওঠে। এরপর একে একে অনেককে কামড় দেয়।

পৌর সভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাজী মো. ইউনুছ বলেন, আমার ছেলেকে (ইরফান) বাড়ি সামনে আমার মায়ের কোলে থাকা অবস্থায় কুকুর কামড় দিয়েছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। গত কয়েকদিন ধরে এধরনের ঘটনা প্রায় ঘটছে।

 

ফাতেমা বেগম নামে এক নারী বলেন, এলাকার কুকুরগুলো হঠাৎ করেই আক্রমণাত্মক হয়ে উঠেছে। শিশুরা বাড়ির বাইরে খেলতে যেতেই ভয় পাচ্ছে।

 

চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী মো. হোসাইন মামুন বলেন, বেওয়ারিশ কুকুরের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। খাবারের অভাবে এমন আক্রমণ করছে কুকুরে দল।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রশিদ আহমেদ চৌধুরী বলেন, হাসপাতালে নিতে আসা কুকুরের কামড়ে আহত রোগীদের জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। হাসপাতালে টিকার সংকট নেই তবে সরবরাহ চাহিদার তুলনায় কম।

 

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রহমত উল্লাহ জানান, বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কুকুরের কামড়ে শিশুসহ আহত ৮

আপডেট সময় : ১১:১৯:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

কুমিল্লার চৌদ্দগ্রামে কুকুরের কামড়ে শিশুসহ কমপক্ষে আটজন আহত হয়েছেন।

শনিবার (৪ জানুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত পৌর এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি বিভাগে দায়িত্বপ্রাপ্ত মো. আবুল হাশেম।

আহতরা হলেন, চৌদ্দগ্রাম পৌর এলাকার ১৪ মাস বয়সের ইফরান, তানজিনা আক্তার (৫), শাকিল (৫), সারওয়ার (৯), মিনহাজ (১০), আইরিন (৩), সাইফুল ইসলাম (৫৮) ও শামীম (১৯)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে নাটাপাড় গ্রামে একটি কুকুর এক ব্যক্তির পায়ে কামড় দেয়। এরপর স্থানীয়রা কুকুরটিকে মারতে ধাওয়া করলে কুকুরটি বেপরোয়া হয়ে ওঠে। এরপর একে একে অনেককে কামড় দেয়।

পৌর সভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাজী মো. ইউনুছ বলেন, আমার ছেলেকে (ইরফান) বাড়ি সামনে আমার মায়ের কোলে থাকা অবস্থায় কুকুর কামড় দিয়েছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। গত কয়েকদিন ধরে এধরনের ঘটনা প্রায় ঘটছে।

 

ফাতেমা বেগম নামে এক নারী বলেন, এলাকার কুকুরগুলো হঠাৎ করেই আক্রমণাত্মক হয়ে উঠেছে। শিশুরা বাড়ির বাইরে খেলতে যেতেই ভয় পাচ্ছে।

 

চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী মো. হোসাইন মামুন বলেন, বেওয়ারিশ কুকুরের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। খাবারের অভাবে এমন আক্রমণ করছে কুকুরে দল।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রশিদ আহমেদ চৌধুরী বলেন, হাসপাতালে নিতে আসা কুকুরের কামড়ে আহত রোগীদের জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। হাসপাতালে টিকার সংকট নেই তবে সরবরাহ চাহিদার তুলনায় কম।

 

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রহমত উল্লাহ জানান, বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।