বগুড়ায় বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
:
চলনবিলের সময় প্রকাশ: ৪ মাস আগে
বগুড়ায় বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
বগুড়ার শাজাহানপুর উপজেলায় অভিযান চালিয়ে ২৫ কেজি ৮০০ গ্রাম গাঁজা এবং ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২। আটককৃতরা হলেন মো. শামীম মিয়া (২০) এবং মো. লিয়ন মিয়া (২২)। গতকাল রবিবার (১৩ জুন) আনুমানিক ১টা ১০ মিনিটে বনানী এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এই অভিযান পরিচালিত হয়। র্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের কাছ থেকে গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত দুটি স্মার্ট মোবাইল ফোন, তিনটি সিম এবং নগদ ১,০০০ টাকা জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
11
বগুড়ার শাজাহানপুর উপজেলায় অভিযান চালিয়ে ২৫ কেজি ৮০০ গ্রাম গাঁজা এবং ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২। আটককৃতরা হলেন মো. শামীম মিয়া (২০) এবং মো. লিয়ন মিয়া (২২)। গতকাল রবিবার (১৩ জুন) আনুমানিক ১টা ১০ মিনিটে বনানী এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এই অভিযান পরিচালিত হয়।
র্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের কাছ থেকে গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত দুটি স্মার্ট মোবাইল ফোন, তিনটি সিম এবং নগদ ১,০০০ টাকা জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।