শাজাহানপুরে বিএনপির প্রতিবাদ কর্মসূচির প্রস্তুতি সভা

- আপডেট সময় : ০৯:৫৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে

আসন্ন ১৯ জুলাই বগুড়া জেলা বিএনপি ঘোষিত কেন্দ্রীয় প্রতিবাদ কর্মসূচি সফল করার লক্ষ্যে শাজাহানপুর উপজেলা বিএনপি এক জরুরি প্রস্তুতি সভার আয়োজন করেছে।
বুধবার (১৬ জুলাই) বিএনপির দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুতের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহীন সানি এবং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই রনি।
সভায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইদ্রিস আলী, আনোয়ার মাস্টার, মঞ্জুর কাদের মন্টু, মোশাররফ হোসেন, বাদশা সরকার, দেলোয়ার হোসেন, রফিকুল ইসলাম, নুরুল আজাদ, আতাহার আলী কাইয়ুম, মোশাররফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজেদুর রহমান সাজু, উপজেলা মহিলা দলের সভাপতি কোহিনুর বেগম, সাধারণ সম্পাদক সুমি আক্তার, সাংগঠনিক সম্পাদক জোসনা বেগম, মৎস্যজীবী দলের সভাপতি ইবনে সাউদ, জাসাসের সাধারণ সম্পাদক বিপুল রানা মোল্লা এবং শ্রমিক দল নেতা বাবলু মন্ডল।
এই প্রস্তুতি সভার মাধ্যমে ১৯ জুলাইয়ের প্রতিবাদ কর্মসূচি সফল করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়।