সড়কে ঝরলো জীবন: ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু

- আপডেট সময় : ১১:৪৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ১৮ বার পড়া হয়েছে

পাবনার বেড়া উপজেলায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোজাম্মেল হক (৫৫) নামের এক অটোভ্যান চালক নির্মমভাবে প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনায় তার শরীর থেকে মাথা ছিন্ন হয়ে যায় বলে জানা গেছে। নিহত মোজাম্মেল হক আমিনপুর থানার অন্তর্গত সিন্দুরী গ্রামের বাসিন্দা এবং স্থানীয় মাজার মসজিদের মোয়াজ্জিন ছিলেন।
বুধবার (১৬ জুলাই) সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে আমিনপুর থানার কাজিরহাট সড়কে অবস্থিত পদ্মা জেনারেল হাসপাতালের সামনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা।
স্থানীয় সূত্রে জানা যায়, মোজাম্মেল হক তার নিজস্ব অটোভ্যানে করে সাঁথিয়ার কাশিনাথপুর বাজার থেকে সিন্দুরী গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। পথে কাজিরহাটগামী একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি অত্যন্ত বেপরোয়া গতিতে চলছিল এবং ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতোই সকালে যাত্রী নিয়ে তিনি কাশিনাথপুর বাজারে যান এবং ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। খবর পেয়ে কাশিনাথপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং রাস্তার যান চলাচল স্বাভাবিক করে।
এ বিষয়ে ওসি গোলাম মোস্তফা বলেন, “আমরা ঘাতক ট্রাকটিকে আটক করেছি, তবে চালক পালিয়ে গেছে। মরদেহ থানায় হিমঘরে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।”