বগুড়ায় প্রেম প্রত্যাখ্যানের জেরে ডাবল মার্ডার: ঘাতক সৈকত গ্রেপ্তার

- আপডেট সময় : ০২:১৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে

বগুড়ায় প্রেম প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে দুই নারীকে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত সৈকত হাসানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোরে শহরের খান্দার পাসপোর্ট অফিস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সৈকত হাসান বগুড়া শহরের ইসলামপুর হরিগাড়ি এলাকার সোহেল ইসলামের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত হাবিবা ইয়াসমিনের (২১) সঙ্গে সৈকত হাসানের প্রেমের সম্পর্ক গড়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় সে ক্ষিপ্ত হয়ে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটায়। গত বুধবার (১৬ জুলাই) রাত সোয়া ৮টার দিকে শহরের ইসলামপুর হরিগাড়ি এলাকায় হাবিবা ইয়াসমিন ও তার পরিবারের আরেক সদস্য লাইলী বেওয়াকে (৮৩) গলা কেটে হত্যা করা হয়।
ঘটনার পর থেকেই সৈকত আত্মগোপনে ছিল। ডিবি পুলিশ প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।