ফেসবুক পোস্টের প্রতিবাদে সিএনজি চালকদের মানববন্ধন

: চলনবিলের সময়
প্রকাশ: 6 months ago

74

চাটমোহরে সিএনজি চালকদের বিরুদ্ধে ফেসবুকে চাঁদাবাজির অভিযোগ তুলে দেওয়া এক স্ট্যাটাসের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৭ জুলাই, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চাটমোহর পৌরসদরের নতুন বাজার সংলগ্ন জারদিস মোড়ে এই কর্মসূচির আয়োজন করে সিএনজি চালক সমিতির সদস্যরা।

সমাবেশে বক্তারা জানান, সিএনজি চালকরা কোনো চাঁদাবাজির সঙ্গে জড়িত নয় বরং স্ট্যান্ড পরিচালনার সুবিধার্থে একজন ‘চেইন মাস্টার’ রাখা হয়, যিনি সিরিয়াল দেওয়ার কাজসহ যাত্রী ওঠানামায় সহায়তা করেন। তাকে প্রতিদিন মাত্র ১০-১৫ টাকা করে দেওয়া হয়, যা সম্পূর্ণ স্বেচ্ছা ও সমিতির নিয়ম অনুযায়ী হয়ে থাকে।

তারা আরও বলেন, সমিতিভুক্ত সিএনজি ছাড়া বাইরের কোনো গাড়ির কাছে টাকা নেওয়া হয় না। অথচ সম্প্রতি এক ব্যক্তি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চালকদের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ তুলে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে চালকরা বলেন, মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে তাদের সম্মান ক্ষুণ্ন করা হয়েছে। তারা এর তীব্র প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার আহ্বান জানান।