চাটমোহরের চলনবিলে অভিযান, বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

- আপডেট সময় : ১১:৩২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ১০ বার পড়া হয়েছে

পাবনার চাটমোহর উপজেলার চলনবিল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।
চাটমোহর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান, সন্ধ্যা ৭টার দিকে চলনবিলের নিমাইচড়া ইউনিয়নের বওশা, ছাওয়ালদহ ও সমাজ বাজার এলাকায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ করা হয় এবং সেগুলো বিলপাড়েই পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার মো. খলিলুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান এবং পুলিশ সদস্যবৃন্দ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী জানিয়েছেন, অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।