সংবাদ শিরোনাম :
নোটিশঃ
৭ম জন্মদিনে স্বপ্নকে শাজাহানপুর প্রেসক্লাবের উষ্ণ অভিনন্দন!

সুচন্দন সরকার, বগুড়া
- আপডেট সময় : ০৮:৪১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে

সাংবাদিক আরিফুর রহমান মিঠুর আদরের সন্তান, আরিফ জাহান স্বপ্ন, ৭ম জন্মদিন উদযাপন করলো। এই বিশেষ দিনে তাকে উষ্ণ অভিনন্দন ও অফুরন্ত ভালোবাসা জানিয়েছে শাজাহানপুর প্রেসক্লাবের সকল সাংবাদিক সহকর্মী।
শাজাহানপুর প্রেসক্লাবে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ছোট্ট স্বপ্নের জন্মদিন পালন করা হয়। এসময় ক্লাবের সকল সাংবাদিক সহকর্মী উপস্থিত ছিলেন এবং স্বপ্নকে জন্মদিনের শুভেচ্ছা জানান। বক্তারা স্বপ্নের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, সে যেন সবসময় হাসিখুশি থাকে, সুস্থ থাকে এবং তার জীবন আনন্দ আর সফলতায় ভরে ওঠে।
সাংবাদিক আরিফুর রহমান মিঠু তার সন্তানের জন্মদিনে সকলের উপস্থিতি ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।