
পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নে এক ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটি মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে বড় শালিখা গ্রামে ঘটে। এ ঘটনায় চাটমোহর থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম জানান, ১৩ বছর বয়সী ওই শিক্ষার্থীকে মুখ বেঁধে একই ইউনিয়নের এক ব্যক্তি ঘরে নিয়ে গিয়ে শারীরিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি হলেন গুনাইগাছা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মো. শাহিন হোসেন (৩৫)।
ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দায়ের করলে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় মামলা রেকর্ড করা হয়, যার নম্বর ১১।
ওসি আরও জানান, নির্যাতনের শিকার শিশুটিকে চিকিৎসা ও সুরক্ষা নিশ্চিত করতে পাবনা সদর হাসপাতালে অবস্থিত ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
এদিকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন থানা পুলিশ।