ফ্রান্সের সিদ্ধান্তকে ‘বেপরোয়া’ বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

: চলনবিলের সময়
প্রকাশ: 6 months ago

110

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর ঘোষণার কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, জাতিসংঘের আসন্ন সাধারণ পরিষদ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত ‘বেপরোয়া’ এবং এটি শুধু হামাসের প্রচারণাকে উৎসাহ দেবে।

গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রুবিও বলেন, এ সিদ্ধান্ত ৭ অক্টোবর হামলার শিকার ইসরায়েলিদের প্রতি চপেটাঘাত। এটি হামাসের জন্য প্রোপাগান্ডার হাতিয়ার হয়ে উঠবে এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠাকে আরও বিলম্বিত করবে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তার পর থেকে গাজা উপত্যকায় ব্যাপক আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনো অব্যাহত আছে। নিহত হয়েছেন হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি।

অন্যদিকে, বৃহস্পতিবার রাতে ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ এক্সে দেওয়া পোস্টে লেখেন, ‘আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স। তিনি আরও বলেন, এ মুহূর্তে সবচেয়ে জরুরি হলো গাজায় যুদ্ধের অবসান ও সাধারণ মানুষের জীবন রক্ষা করা।’

মাখোঁ উল্লেখ করেন, হামাসকে নিরস্ত্র করে গাজাকে নিরাপদ করতে হবে। গাজার পুনর্গঠন ও নিরাপত্তা নিশ্চিত করে একটি কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পরিবেশ তৈরি করা জরুরি। ফ্রান্সের জনগণ মধ্যপ্রাচ্যে শান্তি চান।