চাঁদপুরে ৩ নারী দালালকে কারাদণ্ড

- আপডেট সময় : ১১:৪২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ ৬০ বার পড়া হয়েছে

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সরকারি ওষুধ নিয়ে যাওয়ার সময় ইসরাত জাহান (৩০) ও খাদিজা আক্তারকে (২৮) এক মাস করে এবং নাসিমা বেগম (৪৫) নামে দালালকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ জানুয়ারি) দুপুরে হাসপাতালের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান খাঁন।
এর আগে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল দালালমুক্ত করার লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সদস্য হাসপাতালে যান। পরে ওষুধ চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে সাজাপ্রাপ্ত তিন নারী সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করে তারা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানান, সরকারি জেনারেল হাসপাতালে বেশ কয়েকজন চিকিৎসক রয়েছেন তারা দালালদের ব্যবহার করে সুবিধা নিচ্ছেন। এ ছাড়া দালালরা বিভিন্ন প্রাইভেট হাসপাতালের ডাক্তারদের ভিজিটিং কার্ড নিয়ে এসে রোগীদের ধোঁকা দিয়ে নিয়ে যাচ্ছে। হাসপাতালের সামনে যে সকল ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেগুলোর মালিকপক্ষ এ সকল নারী দালালদের ব্যবহার করে সুবিধা নিচ্ছে। দালালমুক্ত করতে সকলকে এগিয়ে আসতে হবে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান খাঁন বলেন, হাসপাতালের রোগীদের হয়রানি থেকে রক্ষায় আটক তিনজনকে সাজা দেওয়া হয়েছে। পরে তাদেরকে কারাগারে পাঠানোর জন্য মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।