চাটমোহর পৌর সদরে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

: চলনবিলের সময়
প্রকাশ: 6 months ago

104

পাবনার চাটমোহর পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লায় অভিযান চালিয়ে ৪৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে চাটমোহর থানা পুলিশের এই অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন—আফ্রাতপাড়া মহল্লার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে শাকিল বিশ্বাস (৩৪) এবং মজনু প্রামানিকের ছেলে নাজিম প্রামানিক (৩৫)।

চাটমোহর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শাকিল বিশ্বাসের বসতঘরে অভিযান চালিয়ে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং দুটি মোবাইল ফোন জব্দ করে। অভিযানের সময় দু’জনকে হাতেনাতে আটক করা হয়।

আটকের পর তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে শুক্রবার (১ আগস্ট) দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

চাটমোহর থানা পুলিশ জানায়, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।