ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
 জরুরি সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা ইমেইল আবেদন করুনঃ chalonbilersomoy@gmail.com। চলনবিলের সময় এর সাথে থাকার জন্য ধন্যবাদ। 

হান্ডিয়াল-চাটমোহর সড়কের সংস্কার দাবিতে সর্বস্তরের জনসাধারণ, হান্ডিয়ালে মানববন্ধন

চলনবিলের সময়
  • আপডেট সময় : ১১:৩০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে
চলনবিলের সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনা জেলার চাটমোহর উপজেলার হান্ডিয়াল থেকে চাটমোহর পর্যন্ত প্রধান সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে আজ শনিবার (২ আগস্ট) দুপুর ১২টায় হান্ডিয়াল ইউনিয়নের আয়োজনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে হান্ডিয়াল বাজার মোড় থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, কৃষক, নারী-পুরুষসহ হাজারো সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “হান্ডিয়াল-চাটমোহর সড়কটি এই এলাকার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তাটি খানাখন্দে ভরে গেছে, কোথাও কোথাও চলাচলই অসম্ভব হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে পানি জমে রাস্তাটি রীতিমতো দুর্ভোগের ক্যানভাসে পরিণত হয়।”

তারা আরও জানান, বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বক্তারা দ্রুততম সময়ের মধ্যে রাস্তার পূর্ণাঙ্গ সংস্কারের দাবি জানান, নতুবা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন পাবনা ৩ এর সাবেক এমপি আলহাজ্ব মোঃ আনোয়ারুল ইসলাম,সাপ্তাহিক সময় অসময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক কে এম বেলাল হোসেন স্বপন,বিএনপি হান্ডিয়াল ইউনিয়ন শাখার সাবেক সভাপতি আবু হানিফ, যুগ্ন আহবায়ক ছহির উদ্দীন স্বপন,ছাত্রেতা আবু ছালেক,এম সামাদ টিবিএম কলেজের অধ্যক্ষ রেজাউল করিম হেলালসহ  এলাকার আরও অনেকে গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

মানববন্ধনে ব্যবহৃত প্ল্যাকার্ড ও ফেস্টুনে লেখা ছিল—
👉 “রাস্তা ঠিক না হলে ভোট চাই না”,
👉 “যাতায়াতের নিরাপত্তা চাই”,
👉 “রাস্তার দুরবস্থা মানি না” ইত্যাদি স্লোগান।

স্থানীয়দের মতে, প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ এ রাস্তাটি চাটমোহর, হান্ডিয়াল, নিমাইচড়া, বিলচলন, গুনাইগাছা ইউনিয়নের লক্ষাধিক মানুষের জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলে। রাস্তাটি সংস্কার না হওয়ায় শিক্ষার্থী ও রোগীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তারা স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলেন,অতি দ্রুত হান্ডিয়াল টু চাটমোহরের রাস্তার সংস্কার ও নির্মান কাজ শুরু করতে হবে। যদি তা না হয়,তাহলে কঠোর কর্মসূচি পালন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হান্ডিয়াল-চাটমোহর সড়কের সংস্কার দাবিতে সর্বস্তরের জনসাধারণ, হান্ডিয়ালে মানববন্ধন

আপডেট সময় : ১১:৩০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

পাবনা জেলার চাটমোহর উপজেলার হান্ডিয়াল থেকে চাটমোহর পর্যন্ত প্রধান সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে আজ শনিবার (২ আগস্ট) দুপুর ১২টায় হান্ডিয়াল ইউনিয়নের আয়োজনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে হান্ডিয়াল বাজার মোড় থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, কৃষক, নারী-পুরুষসহ হাজারো সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “হান্ডিয়াল-চাটমোহর সড়কটি এই এলাকার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তাটি খানাখন্দে ভরে গেছে, কোথাও কোথাও চলাচলই অসম্ভব হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে পানি জমে রাস্তাটি রীতিমতো দুর্ভোগের ক্যানভাসে পরিণত হয়।”

তারা আরও জানান, বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বক্তারা দ্রুততম সময়ের মধ্যে রাস্তার পূর্ণাঙ্গ সংস্কারের দাবি জানান, নতুবা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন পাবনা ৩ এর সাবেক এমপি আলহাজ্ব মোঃ আনোয়ারুল ইসলাম,সাপ্তাহিক সময় অসময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক কে এম বেলাল হোসেন স্বপন,বিএনপি হান্ডিয়াল ইউনিয়ন শাখার সাবেক সভাপতি আবু হানিফ, যুগ্ন আহবায়ক ছহির উদ্দীন স্বপন,ছাত্রেতা আবু ছালেক,এম সামাদ টিবিএম কলেজের অধ্যক্ষ রেজাউল করিম হেলালসহ  এলাকার আরও অনেকে গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

মানববন্ধনে ব্যবহৃত প্ল্যাকার্ড ও ফেস্টুনে লেখা ছিল—
👉 “রাস্তা ঠিক না হলে ভোট চাই না”,
👉 “যাতায়াতের নিরাপত্তা চাই”,
👉 “রাস্তার দুরবস্থা মানি না” ইত্যাদি স্লোগান।

স্থানীয়দের মতে, প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ এ রাস্তাটি চাটমোহর, হান্ডিয়াল, নিমাইচড়া, বিলচলন, গুনাইগাছা ইউনিয়নের লক্ষাধিক মানুষের জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলে। রাস্তাটি সংস্কার না হওয়ায় শিক্ষার্থী ও রোগীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তারা স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলেন,অতি দ্রুত হান্ডিয়াল টু চাটমোহরের রাস্তার সংস্কার ও নির্মান কাজ শুরু করতে হবে। যদি তা না হয়,তাহলে কঠোর কর্মসূচি পালন করা হবে।