চাটমোহর-কাছিকাটা আঞ্চলিক মহাসড়কের দোলং এলাকায় সাময়িক সংস্কার, শীঘ্রই স্থায়ী সমাধানের আশ্বাস

: চলনবিলের সময়
প্রকাশ: ৩ মাস আগে

12

চাটমোহর-কাছিকাটা আঞ্চলিক মহাসড়কের দোলং এলাকায় সড়কটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় গত কয়েকদিনে একাধিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসী ও যাত্রীদের উদ্বেগের প্রেক্ষিতে আজ সড়কটি সাময়িকভাবে সংস্কার করা হয়েছে বলে জানিয়েছেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

ইউএনও জানান, দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হলেও স্থায়ী সমাধানের জন্য সড়ক ও জনপথ (সওজ) বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই স্থায়ীভাবে সড়ক সংস্কারের কাজ শুরু হবে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে দোলং এলাকার সড়কাংশটির অবস্থা করুণ হলেও নিয়মিত রক্ষণাবেক্ষণ না করায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। এ সড়কটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে, যা চাটমোহর ও কাছিকাটার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ।

এলাকাবাসী দ্রুত স্থায়ী সংস্কারের দাবি জানিয়ে বলেন, “প্রতিদিন গাড়ি উল্টে যাচ্ছে, মানুষ আহত হচ্ছে। এখনই ব্যবস্থা না নিলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সওজ বিভাগ স্থায়ী সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইতিমধ্যে প্রক্রিয়া শুরু করেছে।