
১০ আগস্ট ২০২৫ ইং, রোববার — বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের জামুরহাটে তৃণমূল পর্যায়ের বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা ডা. আশিক মাহমুদ ইকবাল (স্বাধীন), তিনবারের সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মতিয়ার রহমান মতিন, এবং জাতীয়তাবাদী সমবায় দল বগুড়া জেলার আহ্বায়ক এম এ মান্নান। এছাড়া উপস্থিত ছিলেন— বিহার ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম শাহিনুর ইসলাম সাজু, বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন— বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. হারুনুর রশিদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাদিউল ইসলাম জিকো, পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হাবিবুল্লাহ মেজবাহ সৈকত, শিবগঞ্জ সরকারি এমএইচ কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিন আরমান মাহিন, উপজেলা সমবায় দলের আহ্বায়ক শাকিল মিয়া, তারেক, রনি মিয়া, আব্দুর মতি সহ আরও অনেকে।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “তৃণমূলের ঐক্য, গণমানুষের আস্থা ও জনগণের সমর্থনই বিএনপিকে আগামী দিনে বিজয় এনে দেবে।”
তারা উপস্থিত সবাইকে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানান।