মানবিক সেবায় পাবনার জেলা প্রশাসক মফিজুল ইসলাম আলোচনার কেন্দ্রবিন্দু

: পাবনা জেলা প্রতিনিধি
প্রকাশ: ৩ মাস আগে

15

পাবনা জেলার সাধারণ মানুষের কাছে এখন একটি পরিচিত নাম—জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মফিজুল ইসলাম। ২০২৪ সালে জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি হয়ে উঠেছেন জেলার মানুষের আস্থার প্রতীক। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজে তার সক্রিয় অংশগ্রহণ তাকে এনে দিয়েছে ‘মানবিক জেলা প্রশাসক’-এর খেতাব।

স্থানীয় সূত্রে জানা যায়, দূর-দূরান্তের মানুষ যেকোনো প্রয়োজনে তার দ্বারস্থ হতে দ্বিধা বোধ করেন না। সরেজমিনে দেখা গেছে, তিনি সাধারণ মানুষের সঙ্গে মনখোলা আলাপ করেন এবং তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন। সমস্যার কথা শোনার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রবণতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। শুধু অফিস সময়েই নয়, বিকেল, সন্ধ্যা কিংবা রাতেও তিনি অফিসে উপস্থিত থেকে মানুষের সমস্যা সমাধানে কাজ করেন।

তার কাজের স্বচ্ছতা ও নিষ্ঠা নিয়ে জেলায় ইতোমধ্যেই ইতিবাচক আলোচনার সৃষ্টি হয়েছে। নির্ভীক, সৎ, কর্মঠ এবং অহংকারহীন ব্যক্তিত্ব হিসেবে তিনি প্রশংসিত। সময়নিষ্ঠা ও দায়িত্ববোধের কারণে তিনি সহকর্মীদের কাছেও অনুকরণের উদাহরণ। তার নেতৃত্বে জেলা প্রশাসনের টিমও সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে।

পাবনার গুণীজনেরা মনে করেন—যদি দেশের প্রতিটি জেলায় এমন জেলা প্রশাসক দায়িত্ব পালন করতেন, তাহলে দেশের প্রশাসনিক চিত্র পাল্টে যেত। সাধারণ মানুষের মাঝে মিশে গিয়ে কাজ করার যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা ক্রমেই তাকে পাবনা জেলাবাসীর কাছে এক অনন্য ‘আইকন’ হিসেবে প্রতিষ্ঠিত করছে।