তারেক রহমানের নির্দেশে মাঝিহাট্র ইউনিয়নে কর্মী সমাবেশ: জনগণের খোঁজখবর ও সমস্যা সমাধানের আহ্বান

: রাসেল আহম্মেদ (স্টাফ রিপোর্টার) বগুড়া
প্রকাশ: ৩ মাস আগে

9

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৫নং মাঝিহাট্র ইউনিয়ন দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে গত ১২ আগস্ট ২০২৫, মঙ্গলবার বিএনপির উদ্যোগে এক প্রাণবন্ত কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রত্যেকটি গ্রামে গিয়ে জনগণের খোঁজখবর নেওয়ার আহ্বান জানান।

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ও শিবগঞ্জবাসীর আস্থাভাজন নেতা ডা. ফিরোজ মাহমুদ ইকবাল অনলাইনের মাধ্যমে সংযুক্ত হয়ে কর্মসূচির অংশ হিসেবে মানুষের দুঃখ-কষ্ট, সুবিধা-অসুবিধা এবং বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব ডা. আশিক মাহমুদ ইকবাল (স্বাধীন)। বক্তারা বলেন, জনগণের পাশে থেকে তাদের সমস্যা সমাধান ও ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করাই এখন সময়ের দাবি।

সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করেন এবং দলীয় ঐক্য ও সংগঠনের শক্তি আরও সুসংহত করার অঙ্গীকার ব্যক্ত করেন।