জবিতে জন্মাষ্টমী উদযাপন

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: 5 months ago

81

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের ৫২৫২তম আবির্ভাব তিথি ‘জন্মাষ্টমী’ উদযাপন করেছে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টা থেকে শহীদ সাজিদ ভবনের নিচতলায় পূজা ও আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

আলোচনা সভায় শাস্ত্রীয় প্রবচন দেন রাধাকুণ্ড শ্রীধাম বৃন্দাবনের পণ্ডিত শ্রীমদ্ স্বরূপ কৃষ্ণ দাস বাবাজী মহারাজ ও বাংলাদেশ অগ্নিবীরের শাস্ত্রার্থ সমন্বয়ক শ্রী দীপংকর সিংহ দীপ।

অনুষ্ঠানে সনাতন শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন- জবির গণিত বিভাগের সহযোগী অধ্যাপক বিষ্ণুপদ ঘোষ, জাতীয়তাবাদী ছাত্রদল জবি শাখার আহ্বায়ক হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব, বাগছাসের সদস্য সচিব শাহিন মিয়া, রূপ কুমার সরকারসহ অন্য নেতাকর্মীরা।

জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, পূর্বে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে যে অপসংস্কৃতি ও ধর্মীয় কোন্দল ছিল, ছাত্র-জনতার অভ্যুত্থানে তার অবসান হয়েছে। তারেক রহমানের নির্দেশে দেশের প্রতিটি ক্যাম্পাস থাকবে শিক্ষার্থীবান্ধব।

উল্লেখ্য, প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা জন্মাষ্টমী উদযাপন করে থাকেন।