ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন : আইন উপদেষ্টা

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: 5 months ago

72

আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, নির্বাচন আয়োজন সরকারের দায়িত্ব, কোনো রাজনৈতিক দলের নয়। নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানে সরকার অঙ্গীকারবদ্ধ। আমাদের সব কার্যক্রম ও ধাপ এই লক্ষ্য মাথায় রেখেই পরিচালিত হচ্ছে। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, আমরা সেই সময়সূচির দিকেই অগ্রসর হচ্ছি।

এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন উদ্দেশে ভিন্ন ভিন্ন কথা বলে থাকে। এটিই একটি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া, যা বাংলাদেশে দীর্ঘদিন ধরেই চলছে। এখনো সেই একই ধারাতেই রাজনৈতিক বক্তব্য দেওয়া হচ্ছে, তাতে বড় কোনো গুণগত পরিবর্তন হয়নি। তাই নির্বাচনের সময়ে কে কী বলছেন, সেটিকে রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখা উচিত।

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে আমরা সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের স্যার (প্রধান উপদেষ্টা) সর্বজনস্বীকৃত এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নন্দিত একজন ব্যক্তিত্ব। তিনি নিজেই ঘোষণা দিয়েছেন, আর তার সেই ঘোষণার পর আমরা এক বিন্দুও পিছিয়ে আসার কোনো চিন্তা করছি না।

আসিফ নজরুল আরও বলেন, দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সংস্কারের জন্য যে সুপারিশগুলো এসেছে, সে অনুযায়ী আগামী দু’মাসের মধ্যে আইন প্রণয়ন করা হবে। এই কাজ আজ থেকেই শুরু হবে।