 
                             
                                            
                                                                                            
                                        
ফেনীতে কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়িয়েছে। বেশ কিছুদিন ধরেই কাঁচামরিচের দাম ঊর্ধ্বমুখী এবং বর্তমানে এটি একটি সাধারণ চিত্র। বিশেষ করে খুচরা বাজারে এই দাম দেখা যাচ্ছে।
গত এক মাস আগেও বাজারে এক কেজি কাঁচামরিচের দাম ছিল ৪০ থেকে ৫০ টাকা।
দোকানদাররা বলছেন, সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে কাঁচামরিচের। এ ছাড়া অন্যান্য সবজির দামও তুলনামূলকভাবে অনেক বেড়েছে যা জনসাধারণের জন্য একটি উদ্যোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ফেনীর ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজী উপজেলার বাজারগুলোতে সরেজমিনে দেখা গেছে, ফেনী পাইকারি বাজার থেকে ৩০০ থেকে ৩২০ টাকা ধরে কাঁচামরিচ কিনে খুচরা বাজারে ৩৫০ টাকা বিক্রি করছে স্থানীয় ব্যবসায়ীরা।
এ ছাড়া ফেনীতে জুলাই মাসে বন্যা পরিস্থিতির অবনতি হাওয়ায় কৃষকরা কাঁচামরিচসহ সবজির ফলন ফলাতে পারেনি। তাই ঘাটতি আরও বেশি হয়ে গেছে বলে মনে করেন স্থানীয় সবজি বিক্রেতারা।
তারা জানান, মূলত বৃষ্টির কারণে বাজারে কাঁচামরিচের সরবরাহ কমে গেছে। এ কারণে দাম বেড়েছে। এ ছাড়া বৃষ্টি দেখে মরিচের আড়তদার ও পাইকারি বিক্রেতারাও বাড়তি দাম নিচ্ছেন। সব মিলিয়ে বেশ খানিকটা দাম বেড়ে গেছে।
ছাগলনাইয়া বাজারের কাঁচামাল বিক্রির দোকানদাররা কালবেলাকে জানান, সব প্রকার সবজির দাম ৮০ টাকার ঊর্ধ্বে। সাধারণ জনগণ কাঁচা তরকারি কিনতে হিমশিম খেয়ে যাচ্ছে।
ছাগলনাইয়া পৌর শহরে কাঁচাবাজার করতে আসা শেখ কামাল বলেন, শুধু কাঁচা পেঁপে ছাড়া প্রতিটা কাঁচা সবজির দাম আকাশছোঁয়া। এমনিতেই ফেনী বন্যাকবলিত এলাকা, তার মধ্যে কাঁচাবাজার হতে শুরু করে মুদি মাল ও দাম ঊর্ধ্বমুখী। এক কথা সাধারণ জনগণ দিশেহারা।
