কাগইলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীলদের প্রীতি সংবর্ধনা ও সমাবেশ অনুষ্ঠিত হয়

: রাসেল আহম্মেদ (স্টাফ রিপোর্টার) বগুড়া
প্রকাশ: ২ মাস আগে

18

বগুড়ার গাবতলী উপজেলার কাগইল করুনাকান্ত উচ্চ বিদ্যালয় হলরুমে শুক্রবার (২২ আগস্ট ২০২৫) বিকাল ৩টায় সোনারায় ও দক্ষিণপাড়া ইউনিয়নের উদ্যোগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের নিয়ে এক প্রীতি সংবর্ধনা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. নুর আলম, সাবেক সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পীরগাছা সাংগঠনিক থানা শাখা। সভাপতিত্ব করেন এ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, সাবেক কেন্দ্রীয় পাঠাগার ও ফাউন্ডেশন সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী ও শাহজাহানপুরের প্রিয় মানুষের জননেতা, এমপি প্রার্থী মো. গোলাম রব্বানী, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সহ-সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আলোচকবৃন্দ:- আলহাজ্ব ক্বারী মো. আ. মজিদ, সাবেক ভাইস চেয়ারম্যান, গাবতলী উপজেলা পরিষদ, মাওলানা মো. ইউনুস আলী, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাবতলী উপজেলা শাখা, বিশেষ অতিথিবৃন্দ:- মাওলানা মো. সিরাজুল ইসলাম, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কাগইল ইউনিয়ন শাখা, মাওলানা মো. সাইফুল ইসলাম, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সোনারায় ইউনিয়ন শাখা, আলহাজ্ব মাওলানা আবুল কাসেম মন্ডল, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, দক্ষিণপাড়া ইউনিয়ন শাখা, মাওলানা মাহমুদুল হাসান, সহ-সভাপতি, ওলামা পরিষদ, মো. সাইফুল ইসলাম, সেক্রেটারি, কাগইল ইউনিয়ন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সুজাউল ইসলাম, প্রভাষক

এই প্রীতি সংবর্ধনা ও সমাবেশের আয়োজন করে সোনারায়, কাগইল ও দক্ষিণপাড়া ইউনিয়নের সাবেক ও বর্তমান ছাত্রশিবির নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা ছাত্রশিবিরের অতীত অবদান, নৈতিক শিক্ষা ও নেতৃত্ব বিকাশে সংগঠনের ইতিবাচক ভূমিকার ওপর আলোকপাত করেন। তারা আগামী প্রজন্মকে ইসলামী আদর্শে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।