শিবগঞ্জে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার পথসভা: জনআন্দোলনে নতুন গতি

: রাসেল আহম্মেদ (স্টাফ রিপোর্টার) বগুড়া
প্রকাশ: ২ মাস আগে

13

বগুড়ার শিবগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নে ব্যাপক পথসভা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না। সোমবার (২৪ আগস্ট ২০২৫) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি মোকামতলা, সৈয়দপুর ও দেউলী ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভায় যোগ দেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাহমুদুর রহমান মান্না জনগণের সাথে মতবিনিময় করেন এবং গণতন্ত্র ও জনঅধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নাগরিক ঐক্যের অঙ্গীকার তুলে ধরেন। পথসভা কর্মসূচি:- মোকামতলা বন্দর: প্রথম পথসভা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর ইউনিয়ন: জগন্নাথপুর বাজার ও হাবিবপুর এলাকায় জনগণের সঙ্গে আলোচনা। দেউলী ইউনিয়ন: গাংনগর বাজার ও রহবল বন্দরে বক্তব্য প্রদান। এসময় তিনি বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য নাগরিক ঐক্য মাঠে থাকবে। এই আন্দোলন জনগণের জন্য, দেশের জন্য।”

পথসভায় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক তালুকদার সজীব, সদস্য, কেন্দ্রীয় কমিটির নাগরিক ঐক্য; মো. শহিদুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা আহ্বায়ক; মো. এনামুল হক সরকার, যুগ্ম আহ্বায়ক; সাইদুর রহমান সাগর, মশিউর রহমান পিয়াল, মোর্শেদ হীরা, হারুনুর রশিদ, রুহুল আমিন, আমিনুর রহমান পাপুল, আল আমিন, আবুল কাশেম, আনারুল ইসলাম ও সাজু মিয়াসহ শত শত নেতাকর্মী ও স্থানীয় জনগণ।

এছাড়াও উপস্থিত ছিলেন যুব ঐক্য সভাপতি অমিত হাসান, উপজেলা ছাত্র ঐক্য সভাপতি রাশেদ মাহমুদ তুষার ও সাধারণ সম্পাদক তৌহিদ।