বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে আহত ১

: শাজাহানপুর উপজেলা প্রতিনিধি
প্রকাশ: 5 months ago

109

বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী বিএডিসির সামনে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে শ্রী সুশীল চন্দ্র (৫৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তার বাড়ি বেজোড়া মধ্যপাড়া এলাকায়।

​জানা যায়, আজ সকালে বনানী বিএডিসির সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন সাইকেল আরোহী সুশীল চন্দ্র। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।