বগুড়া শিবগঞ্জের মোকামতলায় সাত লক্ষ টাকার জালনোটসহ রিয়াজুল নামে একজন গ্রেফতার

: সোহেল আহম্মেদ (বগুড়া সদর)
প্রকাশ: 5 months ago

97

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামস্থ মীর রুবেল সি,এন,জি ফিলিং ষ্টেশনের সামনে রংপুর টু ঢাকা গামী মহাসড়কে অভিযান পরিচালনা করে বগুড়া মোকামতলা তদন্ত কেন্দ্রের পুলিশ (এক হাজার চার শত) টি জাল নোট, মোট (সাত লক্ষ) জাল টাকাসহ ১টি স্কুল ব্যাগ উদ্ধার করে।

এই ঘটনার সাথে জড়িত মো: রিয়াজুল ইসলাম (৩৯), পিতা মৃত ইসমাইল হোসেন, সাং-সুখদেব পশ্চিমপাড়া, থানা-রাজারহাট, জেলা-কুড়িগ্রামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।