পায়ে হেঁটে ৪৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মন্দির দর্শনে যুবক কাঞ্চন
:
পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি প্রকাশ: ২ মাস আগে
পায়ে হেঁটে ৪৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মন্দির দর্শনে যুবক কাঞ্চন
ধর্মীয় ভক্তি ও শ্রদ্ধা থেকে পায়ে হেঁটে ৪৫ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন কাঞ্চন চন্দ্র দাস নামের এক যুবক। নতুন মন্দির পরিদর্শনের উদ্দেশ্যে তিনি এই বিশেষ যাত্রা শুরু করেছেন। বগুড়া জেলার চাঁদমোহা হরিপুর মধ্যপাড়ার বাসিন্দা কাঞ্চন চন্দ্র দাস শুক্রবার (২৯ আগস্ট) ভোরে বগুড়ার মাটিডালি এলাকা থেকে রওনা হন। যাত্রাপথে তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ শহরে পৌঁছালে প্রতিবেদকের সঙ্গে সাক্ষাৎ হয়। কাঞ্চন জানান, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কোমরপুরের রামচন্দ্রপুর এলাকায় নব বৃন্দাবন খ্যাত “শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির” পরিদর্শনের উদ্দেশ্যে তিনি এই পদযাত্রা করছেন। তার মতে, ধর্মীয় বিশ্বাস ও ভক্তি থেকেই এই যাত্রায় বের হয়েছেন তিনি। এভাবে মন্দির দর্শনকে তিনি নিজের জীবনের বিশেষ এক...
8
ধর্মীয় ভক্তি ও শ্রদ্ধা থেকে পায়ে হেঁটে ৪৫ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন কাঞ্চন চন্দ্র দাস নামের এক যুবক। নতুন মন্দির পরিদর্শনের উদ্দেশ্যে তিনি এই বিশেষ যাত্রা শুরু করেছেন।
বগুড়া জেলার চাঁদমোহা হরিপুর মধ্যপাড়ার বাসিন্দা কাঞ্চন চন্দ্র দাস শুক্রবার (২৯ আগস্ট) ভোরে বগুড়ার মাটিডালি এলাকা থেকে রওনা হন। যাত্রাপথে তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ শহরে পৌঁছালে প্রতিবেদকের সঙ্গে সাক্ষাৎ হয়।
কাঞ্চন জানান, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কোমরপুরের রামচন্দ্রপুর এলাকায় নব বৃন্দাবন খ্যাত “শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির” পরিদর্শনের উদ্দেশ্যে তিনি এই পদযাত্রা করছেন।
তার মতে, ধর্মীয় বিশ্বাস ও ভক্তি থেকেই এই যাত্রায় বের হয়েছেন তিনি। এভাবে মন্দির দর্শনকে তিনি নিজের জীবনের বিশেষ এক সাধনা হিসেবে দেখছেন।