মধু চক্রের সদস্যদের গ্রেপ্তারের দাবিতে চাটমোহরে মানববন্ধন

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

6

চাটমোহরে দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ সামাজিক ব্যাধি—যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে তথাকথিত ‘মধু চক্র’। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে উঠে আসে কিশোর-কিশোরীদের মাদকাসক্তি, অসামাজিক কার্যকলাপ, ছাত্রীদের ব্যবহার করে ব্ল্যাকমেইল, শিক্ষার্থীদের অশ্লীলতা ও নগ্নতার মতো অসংখ্য ভয়ঙ্কর তথ্য। তবুও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এরপর গত কয়েকদিনে ফেসবুকসহ সামাজিক মাধ্যমে স্থানীয় কিছু স্কুল-কলেজের শিক্ষার্থী ও বখাটেদের মাদকসেবন এবং অশ্লীল ভিডিও ভাইরাল হয়। অথচ পুলিশ তখনও কোনো ব্যবস্থা নেয়নি। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে চাটমোহরের সাধারণ মানুষ।

শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় পৌর শহরের থানা মোড়ে ‘নাগরিক সমাজের’ উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয় এবং সময়মতো ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের ঘোষণা আসে। পরে মানববন্ধন শেষে নাগরিক সমাজ উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি স্মারকলিপি প্রদান করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন—
সাবেক সংসদ সদস্য কেএম আনোয়ারুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, যুবদল নেতা কে. এম. সাইদ-উল ইসলাম কাফি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান লেবু, পৌর যুবদলের আহ্বায়ক তানভীর লিখন জুয়েল, ছাত্রদল নেতা শরিফুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির চাটমোহর উপজেলা শাখার আহ্বায়ক ফয়সাল কবির, সদস্য রোকসানা পারভীন, খাইরুল ইসলাম ও আহত মুক্তিযোদ্ধা আব্দুল আলিম প্রমুখ।

বক্তারা বলেন, গণমাধ্যমে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের পরও রহস্যজনক কারণে পুলিশ নিশ্চুপ রয়েছে। চাটমোহর একটি শান্তিপূর্ণ শহর—কিছু সংখ্যক কিশোর-কিশোরীর মাদকাসক্তি ও নগ্নতায় সমাজকে কলুষিত হতে দেওয়া যাবে না। চাটমোহরকে রক্ষা করতে হলে অবশ্যই মধু চক্রকে ধ্বংস করতে হবে।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, অভিযুক্তরা বর্তমানে এলাকায় নেই। তবে তাদের ধরতে পুলিশ কাজ করছে এবং এ ব্যাপারে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী বলেন, “মাদক ও অশ্লীলতার বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। অভিযুক্তদের তথ্য-প্রমাণ ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দেওয়া হয়েছে। এটি একটি সামাজিক ব্যাধি, সবাইকে একসাথে এগিয়ে এসে প্রতিরোধ করতে হবে।”