পাবনার হিমাইতপুরে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব তিথি ও ভাগীরথী পদ্মায় পুণ্যস্নান মহোৎসব

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

7

পাবনার হিমাইতপুর আশ্রম প্রাঙ্গণে শুরু হয়েছে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব তিথি ও ভাগীরথী পদ্মায় পুণ্যস্নান মহোৎসব। গত রোববার প্রভাতে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ মহোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়, যা চলবে সোমবার পর্যন্ত।

“ইষ্ট-জীবন অনুকূলচেতনায়” ও “যেখানে তিনি আবির্ভূত হন—সেই স্থানই মানুষের পরম তীর্থ”—এই বাণীর আলোকে শুরু হওয়া উৎসবে দেশব্যাপী থেকে হাজারো ভক্ত-অনুরাগী অংশগ্রহণ করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা। সন্ধ্যার ধর্মীয় আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন ইকবাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন ডা. সাফকাত ওয়াহিদ। একইদিন দুপুরে যুবসম্মেলনে যোগ দেন সমাজসেবক মোসাব্বির হোসেন সঞ্জু ও রাশেদুল রহমান রানা বিশ্বাস।

সোমবার দ্বিতীয় দিনের আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, পুলিশ সুপার মোরতোজা আলী খাঁ, শিক্ষাবিদ প্রফেসর কামরুজ্জামান, শহীদ বুলবুল কলেজের অধ্যক্ষ প্রফেসর বাহেজ উদ্দীন, পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার ও সম্পাদক জহুরুল ইসলাম। দুপুরের মাতৃসম্মেলনে অতিথি ছিলেন পাবনা ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন।

উৎসবের সার্বিক কার্যক্রম পরিচালনা করেন সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শ্রী প্রাণশঙ্কর দাস (স.প্র.ঋ.)। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র বর্মন (স.প্র.ঋ.)।

মহোৎসবে অনুষ্ঠিত হচ্ছে—ভাগীরথী পদ্মায় পুণ্যস্নান, শ্রীশ্রী ঠাকুরের জন্মস্থান প্রদক্ষিণ, ধর্মীয় আলোচনা সভা, যুব ও কর্মী সম্মেলন, কিশোর ও মাতৃসম্মেলন, সদগ্রন্থ পাঠ, নাম-ধ্যান, ভক্তিসঙ্গীত পরিবেশনা, মহাপ্রসাদ বিতরণ এবং রাতের লোকরঞ্জন অনুষ্ঠান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটি ও আশ্রম কর্মীরা এ মহোৎসবকে সফল করতে দীর্ঘদিন ধরে নিরলস পরিশ্রম করেছেন। আকাশ-আবহাওয়া অনুকূলে থাকলে এবারও দেশব্যাপী ভক্তবৃন্দের ব্যাপক অংশগ্রহণে মহোৎসব পূর্ণতা পাবে বলে আশা প্রকাশ করা হয়েছে।