এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: 5 months ago

75

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত পাঁচ লাখের বেশি শিক্ষক ও কর্মচারীকে অবসরের ছয় মাসের মধ্যে অবসরকালীন সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১৩ পৃষ্ঠার এই রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করেন।

রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিক উল্যাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত বছরের ২২ ফেব্রুয়ারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত পাঁচ লাখের বেশি শিক্ষক ও কর্মচারীকে অবসরের ৬ মাসের মধ্যে অবসরকালীন সুবিধা প্রদানের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

রায়ে আদালত উল্লেখ করেছেন, অবসরকালীন সুবিধা (রিটায়ারমেন্ট বেনিফিট) পেতে শিক্ষকদের বছরের পর বছর ঘুরতে হয় এবং এই হয়রানি থেকে তারা মুক্তি পান না। প্রাথমিকের একজন শিক্ষক কতটুকু সীমিত বেতন পান, সেটিও বিবেচনায় নেওয়া জরুরি। তাই তাদের অবসর ভাতা অবসরের ছয় মাসের মধ্যে পরিশোধ করতে হবে। অবসর ভাতা পেতে শিক্ষকদের যেন বছরের পর বছর দ্বারে দ্বারে ঘুরতে না হয় সে বিষয়টিও উল্লেখ করেছেন আদালত।