
পাবনা জেলার চাটমোহর উপজেলার হান্ডিয়াল পশ্চিম বাজারে আলহাজ্ব হামিদা আকবর সুপার মার্কেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় ত্রৈমাসিক চলনবিলের সময় পত্রিকার স্থায়ী অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক লুৎফর রহমান হীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতিকুর রহমান, বিএনপি হান্ডিয়াল ইউনিয়ন শাখার সাবেক সভাপতি আবু হানিফ, হান্ডিয়াল ইউনিয়ন শাখার সাবেক কৃষক দলের সভাপতি আব্দুল হান্নান খোকন, বিএনপির হান্ডিয়াল ইউনিয়ন শাখার সাবেক সভাপতি আলহাজ্ব আঃ হামিদ এবং চলনবিলের সময়ের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি নুরুজ্জামান সবুজ মাষ্টার,বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আলতাফ হোসেন মাস্টার, আঃ আলিম সুমন,আঃ আলিম, সাইফুল ইসলাম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদকমণ্ডলীর অন্যান্য সদস্যবৃন্দসহ এলাকার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, চলনবিলের সময় দীর্ঘদিন ধরে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠক মহলে আস্থা অর্জন করেছে। স্থায়ী অফিস উদ্বোধনের মধ্য দিয়ে সংবাদকর্মীরা আরও উৎসাহ ও উদ্দীপনা নিয়ে কাজ করার সুযোগ পাবেন।
সম্পাদক ও প্রকাশক লুৎফর রহমান হীরা তার বক্তব্যে বলেন,
“চলনবিলের সময় পাঠক, লেখক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় আজকের এই অবস্থানে পৌঁছেছে। আমরা সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সংবাদ প্রকাশ করে যাব।”
অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং প্রতিনিধিদের মাঝে উপহার ও পরিচয়পত্র বিতরন করা হয়।