
পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোথর ফকিরপাড়া গ্রামে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম আশিকুর রহমান (২৮)। তিনি ফরিদপুর উপজেলার দিল লাহিড়ী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর এক অজ্ঞাত যুবক এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় পৌর সদরের দুই কিশোরের সঙ্গে কথা বলতে গিয়ে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে উপস্থিত জনতা ওই তিনজনকে আটক করে। খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং তল্লাশির মাধ্যমে আশিকের কাছ থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করে।
ঘটনার পর চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী রাত ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় আশিকুর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে আটক দুই কিশোর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, সাজাপ্রাপ্ত আশিকুর রহমানকে শনিবার পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, চাটমোহর পৌরসভা ও আশপাশের এলাকায় দিন দিন মাদকের বিস্তার বেড়ে চলেছে। প্রশাসনের কঠোর নজরদারি না থাকায় শিশু-কিশোররাও আসক্ত হয়ে পড়ছে মাদকের নেশায়।