রাম দা’র কোপে আহত যুবক

: সুচন্দন সরকার, বগুড়া
প্রকাশ: 4 months ago

82

​বগুড়ার সেউজগাড়ী এলাকায় গতকাল রোববার (৭ সেপ্টেম্বর, ২০২৫) রাত ১০টা ৫৫ মিনিটে রাম দা’র কোপে আহত হয়েছেন এক যুবক। আহত যুবকের নাম আপন (১৮), তিনি সেউজগাড়ী এলাকার মোঃ জসিম উদ্দিনের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, সেউজগাড়ী পানির ট্যাংকি সংলগ্ন সুইপার কলোনি এলাকায় দুর্বৃত্তরা আপনকে রাম দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় জড়িতদের পরিচয় এখনো জানা যায়নি।