বগুড়ার শিবগঞ্জে নতুন রূপে বিএনপি’র জমকালো আয়োজনে নবগঠিত কার্যালয়ের উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত হয়

: রাসেল আহম্মেদ (স্টাফ রিপোর্টার) বগুড়া
প্রকাশ: ২ মাস আগে

10

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবগঠিত কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জমকালো এই আয়োজনে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ১২টি ইউনিয়নের নেতা-কর্মীদের পদচারণায় পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি দিয়ে সজ্জিত এ কার্যালয়টি দলের নতুন সাংগঠনিক উচ্ছ্বাসের প্রতীক হিসেবে ধরা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ডা. আশিক মাহমুদ ইকবাল (স্বাধীন)। তিনি বলেন, “এই নতুন কার্যালয়টি শিবগঞ্জে বিএনপিকে আরও সুসংগঠিত করবে। এখান থেকে আমরা জনগণের সেবা ও অধিকার আদায়ের সংগ্রামকে আরও শক্তিশালীভাবে এগিয়ে নিতে পারব।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –জনাব মতিয়ার রহমান মতিন, সাবেক সাধারণ সম্পাদক, শিবগঞ্জ উপজেলা বিএনপি ও সাবেক তিনবারের পৌর মেয়র। এম এ মান্নান, আহ্বায়ক, জাতীয়তাবাদী সমবায় দল, বগুড়া জেলা। আলহাজ্ব মো. আব্দুল লতিফ সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোকামতলা ইউনিয়ন বিএনপি। এবিএম শাহিনুর ইসলাম সাজু, সাংগঠনিক সম্পাদক, বিহার ইউনিয়ন বিএনপি। আলমগীর হোসেন, সাবেক আহ্বায়ক, বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপি। আবু জাফর, সাবেক সদস্য, রায়নগর ইউপি ও যুবদল নেতা। বাদশা মিয়া, সভাপতি, রায়নগর ইউনিয়ন তাঁতী দল।

ছাত্রদল ও যুবদলের মধ্যে উপস্থিত ছিলেন –মো. হাফিজুর রহমান (হিরু), সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, শিবগঞ্জ উপজেলা যুবদল; মো. হারুনুর রশিদ (হারুন), সাবেক সহ-সভাপতি, বগুড়া জেলা ছাত্রদল; মো. জাকারিয়া ইসলাম (বিপ্লব), সাবেক যুগ্ম আহ্বায়ক, যুবদল ও ছাত্রদল শিবগঞ্জ উপজেলা ; বুলবুল ইসলাম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, বগুড়া জেলা ছাত্রদল; আবু বক্কর সিদ্দিক তারেক, সাবেক সাধারণ সম্পাদক, শিবগঞ্জ সদর ইউনিয়ন যুবদল; মো. আনারুল ইসলাম আকন্দ, নির্বাহী সদস্য, শিবগঞ্জ থানা বিএনপি; মো. আব্দুর বাছেদ; হাদিউল ইসলাম জিকো, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রদল; হাবিবুল্লাহ মেজবাহ সৈকত, সাবেক যুগ্ম আহ্বায়ক, শিবগঞ্জ পৌর যুবদল; হাসিন আরমান মাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক, শিবগঞ্জ সরকারি এমএইচ কলেজ ছাত্রদল; সরকার নূরনবী, উপজেলা ছাত্রদল নেতা; শাকিল মিয়া, আহ্বায়ক, উপজেলা সমবায় দল; পিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক, ইউনিয়ন বিএনপি; তোজাম্মেল হক, সাবেক সদস্য, ইউনিয়ন বিএনপি; আইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী, মহাস্থান; রঞ্জু ইসলাম, সাবেক ছাত্রদল নেতা; মাহমুদুল রহমান মান্না, পৌর বিএনপি; চাঁন মিয়া, পৌর যুবদল নেতা; মো. জামিল উদ্দিন, সাবেক সহ-সভাপতি, পিরব ইউনিয়ন ছাত্রদল; মো. মাসুদ রানা মোল্লা, সাবেক সভাপতি, পিরব ইউনিয়ন ছাত্রদল।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ –মন্তেজার রহমান মিঠু, মোকাররম হোসেন মিন্টু, রাসেল মাহমুদ, হিরা, মো. মতি, মো. সাজু মিয়া, মো. আলাবক্ম চৌধুরী, রাহাত, ওমর ফারুক ইসলাম, সোহাগ হোসেন ও মো. রনি ইসলাম।

নতুন কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে নেতা-কর্মীরা আশা প্রকাশ করেন যে, এটি শিবগঞ্জে বিএনপি’র সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং গণমানুষের আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে।