চাটমোহরের হান্ডিয়াল শ্রী শ্রী জগন্নাথধামের সেবাইদ তপন গোস্বামী আর নেই

: গৌর ব্যানার্জী । চলনবিলের সময়
প্রকাশ: ১ মাস আগে

18

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল শ্রী শ্রী জগন্নাথধামের সেবাইদ তপন গোস্বামী আর নেই(“ঔঁ দ্বিবান স্বগুচ্ছ”)। তিনি বুধবার রাত ১টা ৫৪ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬২ বছর।

দীর্ঘদিন ধরে তিনি কিডনি জনিত রোগে ভুগছিলেন। অসুস্থতার কারণে চিকিৎসাধীন থাকা অবস্থাতেই তিনি পরমধামে পাড়ি জমান।

ধর্মীয় মহলে তাঁকে ‘শ্রী গুরুদেব’ নামে সম্বোধন করা হতো। নশ্বর সংসার ত্যাগ করে ধ্যান ও ভক্তির উজ্জ্বল পথ বেয়ে তিনি জগন্নাথদেবের শ্রীচরণে লীন হলেন বলে শিষ্য-অনুরাগীরা বেদনাহত কণ্ঠে জানান।

তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ধর্মপ্রাণ ভক্ত, শুভানুধ্যায়ী ও স্থানীয় মানুষজন এই মহাপুরুষের আত্মার শান্তি কামনা করেছেন। তাহার মৃত্যুতে ত্রৈমাসিক চলনবিলের সময় পরিবার শোক প্রকাশ করছে।