স্কুলছাত্রকে যৌন নির্যাতন: সিরাজগঞ্জের সেই বিএনপি নেতা গ্রেপ্তার

- আপডেট সময় : ১০:২৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে

রোববার (১৯ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ সদর থেকে তাকে গ্রেপ্তারের পরে চৌহালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্কুলছাত্রকে যৌন নির্যাতনের মামলায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল রানা ফকিরকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত জুয়েল রানা চৌহালী উপজেলার সম্ভুদিয়া ইউনিয়নের চরসলিমাবাদ গ্রামের আব্দুল খালেক ঝুনু ফকিরের ছেলে ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। গত ১৪ জানুয়ারি রাত ৯টার দিকে তাকে বহিষ্কার করে জেলা বিএনপি।
র্যাব-১২ এর সদর কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) দীপংকর ঘোষ বলেন, চৌহালী থানার শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি জুয়েল রানাকে সিরাজগঞ্জ সদর থেকে রোববার সকালে গ্রেপ্তার করা হয়েছে।
চৌহালী থানার ওসি জিয়াউর রহমান বলেন, ‘নারী ও শিশু নির্যাতনের একটি মামলায় র্যাব রোববার সকালে তাকে গ্রেপ্তারের পরে দুপুরের দিকে আমাদের কাছে হস্তান্তর করেন। এরপর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক থাকা কালে জুয়েল রানা ফকিরের (৪৫) বিরুদ্ধে এক স্কুলছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ১২ জানুয়ারি রাতে জুয়েল রানা ফকিরকে ৭২ ঘণ্টার মধ্যে ঘটনার বিষয়ে জবাব দিতে কারণ দর্শানোর নোটিশসহ একটি তদন্ত কমিটি গঠন করে উপজেলা বিএনপি। এরপর গত ১৩ জানুয়ারি রাতে যৌন নির্যাতনের শিকার স্কুলছাত্রের বাবা বাদী হয়ে চৌহালী থানায় অভিযুক্ত জুয়েল রানাকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করেন। অবশেষে ১৪ জানুয়ারি রাত ৯টার দিকে সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত জেলা বিএনপির এক প্যাডে তার বহিষ্কারাদেশ দেওয়া হয়।